অতীতের স্মৃতি ট্রাম হয়ে যাবে মায়াময় রূপকথা
আবেগ তাড়িত সময়ের কাছে সব আজ চুপকথা।
ট্রাম যাত্রার কথকতা এক চলমান ইতিহাস,
সাহিত্য পথ-গামী ট্রাম একান্ত অভিলাষ।
কখনো পথিক বিভোর বেভুল ট্রাম যাত্রার কালে,
কক্রিট ঐ রাস্তার পরে চলে যেত নিজ তালে।
মনমরা হয়ে ট্রামে চড়ে কেউ থাকত বা আনমনা,
সাহিত্য জুড়ে ইতি উতি ছিল ট্রামের যে আনাগোনা।
ছায়াঘন গাছে আলো আঁধারির মায়াময় পরিবেশে,
কল্প লোকের গল্প ভাবনা মনেতে জড়ানো রেশে।
মন্থর কভু কখনো বা তার অপ্রতিরোধ্য গতি,
বুক জুড়ে তবু রয়ে যাবে জেনো সেই দুর্মর স্মৃতি।
আনমনা আর উদাসীর কাছে ছিল অগতির গতি,
টিং টিং করে ঘণ্টা বাজিয়ে ছুটে যেত মেনে রীতি।
কবির নিয়তি লেখা ছিল শুধু ট্রামের চাকার তলে।
সে ঐতিহ্য হলো বিলুপ্ত সময়ের যাঁতাকলে,