গতকালের রাগ আজ আর বয়ে বেড়াতে ভালো লাগে না
যা বিষ ছিল ঝেড়ে ফেলেছি, আজ আমাকে একটা ভালো দিন কাটাতে হবে।
গতকাল জোড়াতালি দেওয়া এক প্রেমিকার কাছে গিয়েছিলাম
আমি দেখতে পেলাম তার সুন্দর আঙুলগুলো যেন
অন্য কোনো মেয়ের আঙুল
আমি দেখতে পেলাম তার চোখ অন্য কারোর চোখ
তার কোমরের কাছে উল্কি, আমি জিজ্ঞেস করলাম : এটা কি?
সে ঢেউয়ের মতো আছড়ে পড়ে হাসলো, বললো—
আমার নতুন প্রেমিক শিল্পী, উল্কি সে আমার পুরো শরীরে আঁকবে।
এটা গতকালের কথা, গতকালের গ্লানি, আজ আর
বয়ে বেড়াতে ভালো লাগে না
আজ আমার কোন যাবার জায়গা নেই,আজ আমি মুক্ত
আজ আমি সারাদিন একটা গাছের তলায় শুয়ে থাকতে পারি
আজ আমি প্রচুর ফুল কিনে বৃদ্ধ মায়ের কাছে যেতে পারি
মা, আমি তোমাকে ভালোবাসি, মা!
গতকালের রাগ আজ আর বয়ে বেড়াতে ভালো লাগে না
সারা বিকেল বসেছিলাম জলের ধারে, জল থেকে ডুবুরি উঠে এসে বললো :
একটা জোড়াতালি দেওয়া মেয়ে তোমাকে ভালোবাসলো না বলে
মন খারাপ করে আছো?
একরকম পাখির ডাক শোনাবো তোমাকে, এসো আমার সঙ্গে
তোমার মন ভালো হয়ে যাবে।
গতকালের কথা গতকাল মিটে গেছে, আজ আবার
কেন আমাকে মনে করিয়ে দিলে?