তপ্ত দুপুর দহন জ্বালা হারায় গানের সুর
ঊষর মরুর উষ্ণ বাতাস মরিচীকা মৃত্যুর।
উষ্ণ বাতাস রুক্ষ জমি ফুটিফাটা রোদ ঘাম
চোখেতে সর্ষেফুল জানায় পানীয় জলের দাম।
মনের রঙিন ইচ্ছেরা সব কল্পনা রঙে রাঙা
জীবন জ্বালা চোখ রাঙিয়ে বলে কান্না থামা।
জীবন চলে তার নিয়মে বাস্তব সুকঠিন
মানুষকে নিজের সর্বনাশের মূল্য চোকাতে দিন।
শূন্য নিয়ে জীবন শুরু একলা ধরায় আসা
লড়াই লড়াই লড়াই করে জীবন ভালোবাসা।
জন্ম হলো মায়ের কোলে প্রথম যে চীৎকারে
সারাজীবন ক্লান্ত কূজন লড়াই এ সংসারে।
সময় হলে সবাই যাবে আজ নয়তো কাল
চোখ বুঁজলে অন্ধকার আর খুললে ভোর সকাল।
হিসাব নিকাশ এক জীবনে শূন্যে শুরু শেষ
সারাজীবন চক্ষু রাঙায় কঠিন পরিবেশ।
ফিরবো সবাই সময় হলে আজ নয়তো কাল
কার জীবনে আঁধার নামে কার আলোর সকাল।
মন্দ ভালো সব পরিবেশ মানিয়ে চলাই ভালো
শরীর টা নয় কর্মগুলোই জ্বালে দীপের আলো।
শূন্য মনটা পূর্ণ করতে প্রেম ভালোবাসা চাই
বিপদে পড়লে আত্মীয় বন্ধু কেউ কোত্থাও নাই।
এক জীবনে বন্ধু জোটে জীবন সাথী চায়
মায়ার বাঁধন সংসারে সব মায়ায় ভেসে যায়।