কেন যে এসেছি আর কেনই বা যাব
এর কোন উত্তর আছে কিনা ভাব,
যেতে হবে সকলকে আগে আর পরে
সেই নিয়ে ভাবনাটা বোকারাই করে।
এসেছি যখন এই পৃথিবীর বুকে
তাকে ছেড়ে যেতে হবে সুখে আর দুখে,
শুরু আছে শেষ নেই এমন কি হয়
তবে আর মরণকে পাও কেন ভয়?
আসিনি তো সেচ্ছায় যাওয়াটাও তাই
এই নিয়ে ভাবনার আর কিছু নাই,
কষ্টের দিনগুলো ফুরালেই তবে
নিশ্চিত জেনে রাখ তুমি চলে যাবে।
তাই কাজে ডু্বে থাকি সময়ের সাথে
জীবন কেন যে ছোটো পড়ি ভাবনাতে।