যারা আমায় খুঁজতো,ডাকতো,আমায় ভালোবাসত,
কেন তারা আমায় এড়িয়ে চলে প্রতিনিয়ত?
আমি কি কোন প্রশ্নবোধক চিহ্ন?
নাকি তারা চিহ্ন হয়ে আমায় করছে নিশ্চিহ্ন?
জানিনা তাদের গভীর মতলব কিরূপ দৃশ্য
জানিনা তারা কেন করে আমার স্মৃতিকে নিঃস্ব।
এই বুঝি নিয়তির ছিল পরিণতি
আমি তবে দেখি খেলা,তবু হয়নি অবনতি
খেলার শেষে মাঠ যাবে ভেসে
তারা রবে হেসে এক কোণে ঘেষে
পরিণতি গুলো হলো একপেশে
ফলাফল ক্ষেত্রফল মিলল না পরিশেষে।
দিনের চির অবকাশ ধরিয়েছিল মনে জ্বালা
জ্বালার মালায় আমি রেখেছিলাম ভাতের থালা
থালার পাশে তাদের ঘৃণার মূর্তি ছিল দাঁড়ায়ে
আমায় করেছিল তারা কঠিন অবজ্ঞা নির্ভয়ে
তোমাদের শিহরণে আমার সুপ্ত শরীর, হয়েছিল দীপ্ত
দীপ্ততার বাতায়নে রোদের দয়ায় সময় হয়েছিল ক্ষিপ্ত
ক্ষিপ্ততার আদর্শে বিষাক্ত ক্রন্দন চলমান ধারা
ধারা ধরে আমাদের জনগোষ্ঠী গিয়েছিল মারা।