একটু আদর সোহাগে দুহাত যদি নাই বাড়ালে,
একটু গভীর ভাবে নাই ডাকলে, তোমার ডাকে সাড়া দেবো কেন?
বৃষ্টি পড়ে,ফোঁটা ফোঁটা জলে পাতার শরীর কাঁপে!
পাতা নড়ে কেন?
কারও বুক ফাটে তবু মুখ ফোটে না কেন?
আহ্নিক গতিতে পৃথিবী ঘোরে।
শূন্য স্থানে বাতাস ভরে ওঠে নিজস্ব নিয়মে। সবুজ ধানক্ষেতে ফিঙে শিষ দেয়, মাছরাঙা ডুব দেয় জলে। ময়ুরী ক্রেকা ধ্বনি তোলে সঙ্গীর খোঁজে।
তুমি আত্মিক টানে দু হাতে আঁকড়ে বুকে না জড়িয়ে নিলে, তোমার ডাকে আমি সাড়া দেবো কেন?
আকশকে পেতে হলে দুহাত বাড়াও। বুক পাতো আকাশের নীচে।
সমুদ্র কে পেতে হলে, অবগাহন করো সমুদ্রের নোনা জলে।
নিঃস্বার্থ চাওয়া পাওয়ায়,একটু আগলে একটু যত্নে ছুঁয়ে ছুঁয়ে থাকে প্রেম।
যত্ন না পেলে মরে যায়, তোমার হৃদয়ের বাগানে রাখা সুখী টবের মতো, গাছের প্রাণ।
মানুষ মরে না, অযত্নের অভিমানে মরে যায় তার মন।
তবু একটিবার চোখের কনিনীকায় চোখ রেখে দেখো,
তার চোখে যে ভরসা তোমার জন্য মজুত ,
তা পৃথিবীর সমস্ত সুখের সমান।