জানাে তাে, কী হয়েছিলাে কাল রাতে – আমি
চেয়ারে ছিলাম যবে বসে?
হাসছ? শুনেই নাও সব কথা; পরে
তােমরাই বােলাে-কার দোষ এ।
নভেল পড়ছিলাম ; দমকা হাওয়ায়
নিবে গেলাে হঠাৎ আলােটা,
ঠাণ্ডা হাওয়ায় হাত মুছে নিলাে এসে
কপালের ঘাম ফোঁটা-ফোঁটা।
জানাে তাে, কী হয়েছিলাে কাল রাতে – আমি
চেয়ারে ছিলাম যবে বসে?
হাসছ? শুনেই নাও সব কথা; পরে
তােমরাই বােলাে-কার দোষ এ।
নভেল পড়ছিলাম ; দমকা হাওয়ায়
নিবে গেলাে হঠাৎ আলােটা,
ঠাণ্ডা হাওয়ায় হাত মুছে নিলাে এসে
কপালের ঘাম ফোঁটা-ফোঁটা।