প্রতিটি চরণ ফেলো মেপে
একটু এদিক ওদিক হলেই
ধপাস, পড়বে আছড়ে মাটিতে
তখন ওঠার ক্ষমতা, সোজা হয়ে দাঁড়ানো
তোমার পক্ষে হয়তো সম্ভব হয়ে
উঠতে নাও পারে।।
ফ্যকাসে বিবর্ণ জীবন তোমার
টেনে চলা আরো কষ্টকর।
জীবনের ক্যানভাসে আঁচড় এলোমেলো
অদ্ভুত জীবন যাত্রা, নিজেই জানো না
কতটা দুর্বিষহ টেনে নিয়ে চলা।
মোহ মায়া মাৎসর্য কাম সব
নিয়ে চলেছ, ঘূর্ণিপাক খাচ্ছো চতুর্দিকে,
স্থির ধীর হবার জন্য আঁকু পাকু
তবু মুক্তি মিলছেনা, সংশোধানাগার
কত সেন্টার ঘুরে, গাঁজা মদ ছেড়ে
এখন তুমি ধ্যান মেডিটেশন শিখছো,
দুই চোখের মাঝের তারাতে
ফোকাস করতে শিখলে, এখন
এত ধৈর্য কোথায় পেলে।
পা মেপে চললে এই পতনটুকু
থেকে নিজেকে মুক্ত রাখতে পারতে।
তবু ভালো, জীবনের শেষ সময়ে
আক্কেল হলো, ভবসাগর পার করবে
এখন তুমি অনায়াসে হেসে।