ফাইল ভরা অক্ষর মুখ , দেখেছো মেল খুলে ?
সময় যদি না পাও , জানাও সব রেখেছো তুলে ।
অন্তত থাক প্রাপ্তি স্বীকার , ঠিক ঠিকানার স্ট্যাম্প
হাজার পথিক চাইছি যেতে , তোমার পাতা ক্যাম্প !
দুর্গে ঢোকার বিশেষ পথে , আছে কী চেকপোস্ট ?
ছাড়পত্র কাদের হাতে , জানলে হতাম হোস্ট !
সমাধানের স্বস্তি পেতাম , চক্র চেনার দেশ-এ
না-পাওয়া আর পাওয়া হতো সমান সমান শেষে ।