সন্ধ্যা নিভলে
নিঃশব্দতার শঙ্খ বাজে
খড়.টালির ঘর থেকে ধুঁয়ো
ধুঁয়োতে বাতাসের শ্বাস কষ্ট বাড়ে
চাঁদের রক্তল্পতা
ওহরি,হো রাম মোষ পড়ল দড়াম দিয়ে
দু গাছা দড়িতে
ছিঁড়ে ফেলছে পিঠের ছাল চামড়া
ফাটা ফাটা রক্ত বাবু,দিদিদের
হাসির খোরাক হতে হয়
কান্না,যন্ত্রনার মুখে কুলুপ
আমরা বড়ো গরীব বটে
ঘরে অন্ধ বাবা
পেটের জ্বালা সহ্য হয়না
মানুষ বড়ো পাষাণ