ক্ষমতার জাহাজ থেকে হাজার মেট্রিক টনের
ঘৃণার ডি এন এ ফুলকি উসকে যাচ্ছে
শান্ত পড়শির মগজ আগুন
আর বিভেদ বনিকের ভোট বানিজ্য
ফুলে ফেঁপে কলাগাছ
গণতন্ত্রের প্রণামী বুথের তর্জনী কালির অহঙ্কারে
চানক্য চক্রান্তের পর্দাফাঁই করে
বেরিয়ে আসে মৃতের মিছিল
কবরের জীবন্ত কঙ্কালের সঙ্গে
আধপোড়া দু’শ ছটা হাড়ের
আবারও জমে ওঠে গলাগলি ভাব
ছায়াহীন আলোর শহরে তখন
গরবা ঝর্ণায় সিমাই এর জলপ্রপাত
এবং পৃথিবীর যে কোনও দ্বৈরথে
দু’পক্ষের অভিন্ন মৃত্যু ডানায়
মৌনী মানবতার মৈত্রী মেখলা