সুবিধার রসায়ন দুর্বল
ন্যায় নীতি আদর্শ মানেনা,
ক্ষমতায় টিকে থাকে কামনা
অধিকার কেউ কাকে দেয় না।
দিশাহারা নিরুপায় তরুণের
দুটো চোখ ভালো করে খোলেনা,
যা কিছু সে দেখে তাতে সায় নেই
আদর্শ নেতাকে খুঁজে পায় না।
ক্ষমতার ফর্মুলা বোঝেনি
কোনো রাজনীতি জ্ঞান তার নেই,
শুধু শোনে আর্তের কলরব
কতো কার পেটে ভাত পড়েনি।
অবরোধ সকাল ও সন্ধ্যায়
রাস্তায় সারাদিন কেটে যায়
জানে অনেকের ঘুম ভাঙেনি
ভিক্ষার চাল অনেকেই চায়।
ভুল পথে পা বাড়ায় অনেকেই
পথ ঠিক করে দেওয়া নেতা নেই,
তরুণ তুর্কী উঠে আসে কই
বিপ্লবী দের চোখে ঘুম নেই।।