গাছের পাতা ঝরল দেখি
পথের পরে,
শুকনো ডালে কাঁপন লাগে
শীতের তরে।
হলদে গাঁদা পাপড়ি খসে
আপন মনে ;
ডাকছে কাছে মধুর সুরে
সবার সনে।
শিশির ভেজা ঘাসের পরে
বিন্দু রবে,
রূপের ছটা দেখবে তুমি
মুক্তো তবে।
ভোরের দিকে শিশির পরে
অঝোর ঝরে,
এমন শোভা দেখার তরে
মনটা মরে।
শিশির ঘাসে চলব হেঁটে
লাগবে দোলা,
প্রাণটি খুলে হাসব মোরা
মন যে খোলা।