মধ্যরাত্তির গাঢ় নিঃসঙ্গ অন্ধকারে
আমার বিনিদ্র-যাপন।তোমার কামনার উচ্ছ্বাসে আমার নিঃশর্ত সমর্পণ,
আর বেদনার্ত শ্বাস গোপন রাখা।
তোমার সূক্ষ্ম হিসাব তত্ত্ব ,বৈষয়িক প্রখরতা।
তৃষাতুর হৃদয়ের খোঁজ বৃথা হয়,। বৃথা হয় সব ব্যাকুলতা।
গরমিল থাকে জীবন-খাতায়,
হিসাব মেলে না কিছুতেই।
তোমার সকল সারার শেষ আমি,
আমার সকল চাওয়ার শুরু যে তোমাতেই!