বহুকাল,বহু যুগ ধরে খুঁজে চলেছি—
আজো পাইনি, জানি না পাবো কবে?
পেতে চাই,তবু ক্ষনে ক্ষনে হারাই—
বহুদূর থেকে ভেসে আসে আশার বাণী
অজানায় বারে বারে হারায়,প্রহসনখানি।
মৃত্যু রে আপন করে পাবার দুঃসাহস,
জীবনের প্রতিটি পলে উপলব্ধি করি–
শুধু বলাকার ডানায় মন দূর দিগন্তে ভেসে যায়–
কখনো হাসনুহানার সুরভী ভেসে আসে হাওয়ায়!
গোধূলির কনে দেখা আলোর কথারা
চুপিচুপি গোপনে ব্যাকুল পাগলপারা!
অন্ধ বাউল একতারায় সুর ছড়ায়—-
মিঠে রোদ অনন্তকাল বিবস মধুর !
নামহারা কোনো মানুষ পথ খুঁজে যায়—
নাগারে নদী কিনারে ,কেবলই দিশা হারায়।।