কালপুরুষকে ভালোবেসেছিলাম ,
তার দৃঢ়তার জন্য ।
সারা আকাশ পাহারা দেবার দায়িত্ব নিয়েছে ,
একার কাঁধে ।
দেখ’না সে যখন বিশ্রাম নেয়,
বৃষ্টির জলে ধুয়ে যায় আকাশের সাতরং ।
তোমার ভালোবাসায় খুঁজে পেয়েছিলাম ,
রংধনু রং , আমার আকাশ জুড়ে ।
আজ বর্ষা আনলে তুমি,
হারিয়ে গেল ,সপ্তরথী সূর্য ।
তারারা ম্রিয়মাণ হ’ল ,তোমার শ্রাবণ ধারায় ।
একমুঠো ভস্ম ছুঁড়ে বলে গেলে —
আমি আকাশ ভালোবাসি ,
কালপুরুষ উপেক্ষা করেছে আমাকে !!
তোমার এটা প্রাপ্য ছিল ।
আমাকে খুঁজে নিও তারাদের নীল খামে ।
যদি ত্রিবেণী সঙ্গমে শুদ্ধ হও ।
খুঁজে নিও কেঁদুলির বাউল আখড়াতে,
বা শান্তিনিকেতনের স্নিগ্ধ ভোরে ।
জেনে রেখ — ভালোবাসার নতুন জন্ম হয় ।
তুমি নাও সে দায়িত্ব ,
তুমি না কালপুরুষের উপাসক !!