পৃথিবীর কোনো না কোনো প্রান্তে
24 × 7 অন
যুদ্ধের ক্রেতা বিক্রেতা বনিক সভ্যতা
শেকড় শূন্য হয়ে সারি সারি শরণার্থী শব
আয়ুর সীমানা পেরিয়ে শনির শ্মশানে
নয়া মন্দির দর্শনে বৈদিক হেলিকপ্টার ফ্রি
তিরুবর যজ্ঞের ছাই এ উর্বর চাঁদের বিজ্ঞান
কবি সব করে রব কবিতা কোথায়
গুহাযুগ গিলে নিচ্ছে জিজ্ঞাসার জিন
সময়ের দৈন্যদৃশ্যে সদ্য অতীতও
বিম বিম বৃদ্ধ পাথর
শুদ্ধ যৌবনজন্মের জন্য আরও
কতো রাত অপেক্ষা করবো সক্রেটিস