মন্দ কথায় কান না দিয়ে
রচি কাব্য প্রাণ ঢেলে,
সুবাস ভরা ফুলের বাগে
শব্দ খুঁজি সব ফেলে।
গুনগুনিয়ে ভ্রমর যখন
ফুলের মাঝে দেয় হানা,
দেখে সুখে লিখি কত
যাই হারিয়ে অজানা।
সমাজ মধ্যে কলুষ দেখে
লিখি কলুষ নাশ প্রথা,
পাঠক হৃদে আনতে চেতন
রচি যত ন্যায় কথা।
কবি মনে চিন্তা দেশের
ঘরের বাঁধন না মানে,
নিন্দা কটু পাত্তা না দেয়
লেখায় বিবেক ঝড় আনে।
দেশ দুর্দশা ফেলতে ভেঙে
কলম কবির তাই চলে,
যতক্ষণ না হচ্ছে সফল
কবির কলম ন্যায় বলে।