ভেঙেছি সব দোয়ারের আগল ,
আমি কবি ,বাউন্ডুলে ,ভীষণ যন্ত্রণায়ও কবিতার জন্য পাগল।
ভাবি এত আগুন চারপাশে ,এত কান্নায় তো আগুন নেভেনি, এতো চৈত্র না ফাগুন ।
সব উপহাসের কে দেবে জবাব ?
আমি তো বাউন্ডুলে, আমিতো ছন্নছাড়া দের নবাব ।
কফি হাউসের টেবিলে জ্বালিয়ে রেখেছি ধুণী, তোমরা চিন্তা মনি, তোমরা প্রভাবশালী ,আমি নই কোন ঋষি বা মুনি ।
আমি তো ছন্নছাড়া, আমি তো কবি
কলমের আচরে আঁকি বিষন্নতার ছবি ।
দুর্ভাগ্যের সব নিপীড়ন সহ্য করেও ,বাঁচার কথা বলি হয়তো এসব মিথ্যা , হয়তো বা ব্রজবুলি।
দেখেছো মানুষের মুখে লোভের আয়না খেলা করে মিথ্যায়,
প্রবঞ্চনায়
অতি উপার্জনের গোলকধাঁধায় মরে ।
সব কথা তো আর বলা হবে না, পারবো না কান্না লুকাতে, মিছিমিছি হাসবো না।
আমি জানি পথের ধারেতে পড়ে থাকবে আমার ইতিহাস ,
ব্যার্থতার প্রতি পদক্ষেপে থাকে সফলতার উপহাস ।
তবু রক্ত অক্ষরে লিখি জীবনের দিনলিপি ,
আমি তো বাউন্ডুলে কবি ও বাল্মিকী ।