যুগটা কেমন পাল্টে গেছে
চারিদিকে কেমন খাওয়ার হাওয়া
কোথাও ক্ষুধার আওয়াজ নাই
চারিদিকে শুধু সুখের গন্ধ
বিন্দুমাত্র শিক্ষার আলো নাই।
চারিদিকে শুধু হাসি, হাসি, আর হাসি
কোথাও কান্নার আওয়াজ নাই
এমন ভাবে চলতে থাকলে একদিন বুঝবে
পৃথিবীজুড়ে কোথাও প্রাণীর অস্তিত্ব নাই।
বিবেক শূন্য নতুন পৃথিবীর বেড়েছে কত বেগ
সব লন্ডভন্ড;দেখো কান্ড;নেই যে কোথাও আবেগ
মূর্খরা এখন জ্ঞানী সাজে,আর জ্ঞানীরা যেন মূর্খ
ভাঙছে সমাজ;ভাঙছে দেশ;ভাঙছে জ্ঞানের দুর্গ।
দিনে দিনে দেখো ভাঙবে আরো অনেক কিছু
এই ভাঙ্গা ভাঙ্গির মাঝে সভ্যরা মাথা করছে নিচু
আমরা সবাই উল্টো পথের যাত্রী সেজে হচ্ছি কেমন বোকা
জেনে শুনেও অন্ধ বেশে খাচ্ছি সদা ধোঁকা।
এখন কিছু বলার আগে, করার আগে ভেবে এগিও ভাই
তোমার ভাবনায়,তোমার চেতনায়,তোমারি আশ্রয়ে
হচ্ছে নির্ভর আগামী প্রজন্ম এটুকু বলে যাই
যুগটা যতই বদলে যাক,বদলে যেওনা মানুষ
মানুষ সে তো কথার কথা,
আসলে মানুষ হলো, যার আছে মান আর হুঁশ।