পরপর তিনজন বলাৎকার করে তার অজ্ঞান শরীর
দড়ি বেঁধে টেনে আনে গলির ভেতর, নীল বৈকুণ্ঠের পথ
শুরু হতে দেখা গেল শ্রীমাধব বন্ধ্যা নরনারীদের হাতে
পরিয়ে দিচ্ছেন লোহা, তাঁর তামারং তনু দেখে গুটিপোকা
রতির উচ্ছ্বাস শেষে মারা যায়; হুঁকো কটু হল তামাকেও।
কূপমণ্ডূককে কারা গবাক্ষ উন্মুক্ত করে দেখিয়েছে চাঁদ?
বাজিমাত; মাছের আঁশের থেকে স্বর্ণআভা ঝিলকে উঠেছে
তিনজনে মাধবকে একসঙ্গে দেখে মেয়েটির দেহ গলা
থেকে ছিন্ন করে রেখে ছোটে। নতুন হুঁকোয় ঝিমোতে ঝিমোতে
এসে দেখলেন: শেষ; যোনিমুখে পুরে রেখে গেছে এক টাকা।