সময় পেলেই শহরের বুক চিরে হাঁটতে থাকি
এই দোকান বাজার জনপদ পেরিয়ে শহরের
গলিপথ,রাজপথ,খানা খন্দ, নদী জলাশয়
সর্বত্র আমার বুক চিতিয়ে অবাধ বিচরণ….।
পূর্ণিমা চাঁদ ছুঁতে চেয়ে চলকে উঠা আমার হৃদয়
জোছনা চাদর মুড়িয়ে সুখানুভূতির স্পর্শে
পথ খুঁজে চলে নিঃসঙ্গ মুহূর্ত দের সঙ্গী হয়ে..।
এক বুক হাহাকার টোকা মেরে জানতে চায়
বহুপথ বহু কাল পার করে আসা আমির পরিচয়!
প্রশ্ন করে আমার অস্থিরতার ঘনত্ব ,
আবেগের পুঙ্খানুপুঙ্খ উত্তরণ অবতরণ।