একটু আদরে রক্তশোষণের ইতিহাস
ফিরে তো যেতেই পারতাম –
যায়নি, শেষ দেখার অপেক্ষায়।
ওভাল সেফের মুখ, মিষ্টি হাসি ,
টোল খায় ক্ষণে, ক্ষণে – দুর্বার আকর্ষণ ,
তাতে ভরা আছে কদর্য প্রতারণা।
কেমন ভিড়ে মিশে যায়,বিলিয়ে দেয় সত্বা,
মন জয় করে ভয়ানক চতুলতায় –
বিভ্রান্ত মন , বড়ই দুঃখের শেষ পরিণতি।
আমি বুঝিনি অভিনয় , চেয়েছি পায়নি চুম্বন,
একটু উষ্ণতার জন্যে, বড়ই শীতল ও দেহ
নিশীথে জেগে ওঠে প্রলয় – আমি বুঝিনি,বুঝতেই দেয়নি …
খবরে প্রকাশ – শক্তির উৎসের সন্ধানে –
এ এক কঠোর তন্ত্র সাধনা , তারই জন্যে দিন – রাত
শবের সন্ধানে মগ্ন । মায়াজালে পঞ্চমুন্ডির আসন।