চলতি পথের ব্যথাগুলো ভুলে গেছি আজ
স্বপ্নের মাঝেও স্বপ্ন দেখি আমি
স্বপ্নের কথাগুলি স্বপ্ন দিয়ে সাজাই বারো মাস
আমার স্বপ্নেরা বহু পথ অতিক্রম করে
গুটি গুটি পায়ে এসেছে হেঁটে এই ঘরে
কথার বিভাজনে কথাগুলি গেছে সরে
বহু পরিণাম; বহু পরিতাপ; বহু পরিসংখ্যান
শিখিয়েছে আমায়; বুঝিয়েছে আমায়; তুমি কি মূল্যবান?
এত আগমন;এত সমাগম;এত যৌথ মিলন
আমাদের আনাগোনা;আমাদের প্রিয়জন;সবাই আপন
চিনে নাও আজ তোমরা আমায়, বিরাট নির্দ্বিধায়
পলকের মাঝেও হব আড়াল যদি আসে সময়
কলমের পরিচিতিতে রেখে গেলাম আজ এই পরিচয়।