তোমার দুটি আঙুলের ছোঁয়ায় যতটুকু নুন ওঠে, ঠিক ততটুকু আমায় ভালোবেসো।
তোমার দুটি ঠোঁটের স্পর্শে যতটুকু মধু মাখো, ঠিক ততটুকু মধু আমার অধরে ঢেলো।
তোমার দু নয়নে যতটুকু আলো জ্বালো,সেই স্বল্প আলোতেই আমার চোখে তোমার চোখ রেখো।
তোমার নিঃ শ্বাসে যতটুকু শ্বাস নাও ঠিক ততটুকুই আমাতে বিলীন করো।
তোমার চওড়া বুকে যতটুকু সবুজ জমিন,তার এক সিকি ভাগে নাই বা আশ্রয় দিলে, তোমার আঁখির পালকে রেখো।
তুমি পথিক,বোহেমিয়ান,তুমি বাউল, গান শুনিয়ে অন্য কোন দেশে অন্য কোন পারিজাত বনে যেতেই পারো। আমায় হারিয়ে ফেলতেই পারো!
আমি প্রকৃতি,আমিই নারী। আমি অসীম। আমার প্রাণে এতোটুকু ভালো বাসার পরশ দিলে ফিরে পাবে শতগুণ বেশি।
এইটুকুই আমার প্রেম! এইটুকুই আমি! আমার ভালোবাসা!!