উষ্ণায়নে শঙ্কা মনে
ধরিত্রী মা কাঁদে,
নকল বৃষ্টি করতে গিয়ে
দুবাই দেখি ফাঁদে।
দাবদাহে জ্বালাপোড়া
পশু পাখির কষ্ট,
উষ্ণায়নে প্রকৃতির যে
ভারসাম্যতা নষ্ট।
আগুন জ্বলছে মাঠে ঘাটে
চতুর্দিকে খরা,
জলাভাবে পশু পাখি
হচ্ছে যে আধ মরা।
পুকুরের জল শুকিয়েছে
জেলে বসে ভাবে,
অনাহারে মরতে হবে
এবার কী যে খাবে!