চাইছি তোমার দৃষ্টি ভেজা সুখ
মাখবো , ধূ ধূ মন শুকিয়ে কাঠ
তোমার চোখ কী এতো কৃপণ হবে !
বলবে জানি — আহা রে ! ষাট ! ষাট !
সত্যে সাজাই নিজেরই কল্পনা ?
তোমার কথা তোমার কী নয় মোটে !
দোলাচলে ভাসছে অজান নাম
যার শরীরে পদ্ম গন্ধ ফোটে ।
পদ্ম না হোক , পরাগ পালে হাওয়া
হতেই পারো চাইলে নীলাম্বরী ,
সম্মত নও ? অসম্মতও কী !
মাঝখানে টান ভীষন ভয়ঙ্করী ।
সংসারী সর জমেছে পাশতলায় !
পাচ্ছো না কী নিজের মাঝে ঘ্রাণ ?
কানায় কানায় কদম প্রেমে , কূল
উপচে এসো , দাঁড়িয়ে আছি বান ।