যত না দেখন -দেখন চড়া মনোবৃত্তি
ততোধিক হৃদয়ে অন্তঃসারশূন্য ভাবনাগুলোর
ধিন তা ধিনে ব্যস্ত সকাল -বিকেল।
নোঙর ফেলেছে আনন্দ বাহ্যিক চাকচিক্যে –
যদিও কর্তব্যে ফাঁকফোকড়গুলো নিদারুণ
প্রজ্জলনে এখনো ভাঙ্গে নি নীরবতা।
ভালো করে ভেবে দেখলে কপালের লিখনে
শরীর ভীষণ জ্বলে, জ্বলে যায় পিত্তি
তবুও বাহ্যাড়ম্বরে ধাবমান সুখের পিদিমখানা
মানসিক অঙ্গনে উজ্জ্বল ধিকি ধিকি ধিকি ধিকি।
আসল দায়িত্বে কেন ইতি টেনে উপরচালাকি
প্রায়শই ঘোরায় ছড়ি প্রায়াচ্ছন্ন চাতালে ?
আসল কাজগুলো হঠাৎ দুর্ভিক্ষের মুখোমুখি
নকল কাজের রমরমায় মন যায় রসাতলে।
দেখন-দেখন মনোভাবে কর্তব্যে সবলে ইতি টেনে
অসুখের সহবাসে ধৃষ্টতার মরণ হবে নাকি !