আমার ইচ্ছে করে
সমাজের পরতে পরতে সঞ্চিত
ভিসুভিয়াসের বিষাক্ত লাভাকে
প্রাণদায়িনী মন্দাকিনীতে রূপান্তরিত করে
ঊষর মরুর বুকে বইয়ে দিয়ে
শ্যামলিমা মাখা একটি পৃথিবী সৃষ্টি করতে।
আমার ইচ্ছে করে –
কুবেরের গুপ্ত ধনাগারের বন্ধ কপাটটা গুঁড়িয়ে
মুঠো মুঠো রত্নের হরিলুট দিতে
নিঃস্ব রিক্ত বঞ্চিতের মাঝে।
ইচ্ছে করে ,- দাড়ি ,টুপি,ক্রূশ , ফোঁটা ,জটা, টিকি-
গেরুয়া ,রুদ্রাক্ষের মালা,নামাবলী-
সব গুলে মণ্ড করে
একটি শুভ্র কাগজ বানাতে-
যাতে লিখা হবে শুধু
একটি প্রেমের দেবতার নাম-‘ মানুষ ‘।
ইচ্ছে করে ,- বিধ্বংসী কালোপাহাড়ের হাতের
রক্তপায়ী ড্রাগনের আদল পালটিয়ে
শান্তির কপোত করে অসীমাকাশে দিতে উড়িয়ে ।
নিকষ কালো আঁধারের বুক চিরে
স্বর্ণোজ্জ্বল একটা সূর্যোদয় দেখতে
আমার ইচ্ছে করে ।