শুষ্ক বাতাস নিদারুণ গরমে
অসহ্য কপাল বিন্দু বিন্দু ঘামে
পারদ চড়ছে বেশ চরমে
বৃষ্টি তুই আয় রে আয় নেমে।
ঋতুরাজ বসন্ত চলে গেছে
এই ভাবনা হোক সবার মিছে
আয় তুলে কালবৈশাখী ঝড়
দিবি ভিজিয়ে সকলের অন্তর
প্রকৃতির প্রাণে হোক না আজ
সেই আদি মধুর মিলন খেলা
আকাশ জুড়ে ভেসে বেড়ায়
কত সারি সারি মেঘের ভেলা,
তারই মাঝে চলে রবির সাথে
আলো আঁধারে লুকোচুরি খেলা
বৃষ্টি তুই আয় রে আয় ধরায়
উড়িয়ে ধূলো নীরব সন্ধেবেলা।