কবেকার সেই রবি মাসে–
আলোয় আলোয় দিগন্ত ভাসে।
ধরনীর কোনে কোনে খুশি
অকারণ ঢলে পড়া হাসি!
মনে পড়ে–
সাদা ফুলমালা গলে মাথে–
রবীন্দ্র নৃত্য সখীদের সাথে।
স্কুল কলেজে কত হাসি গান
আজ সকলই স্মৃতি , নিষ্প্রাণ।
সবকিছু আছে ,তবু নেই কিছু
বৈশাখ আসে ,জৈষ্ঠ্যও আছে পিছু
শুধু শুধু জীবনের অসার ধুসরতা–
বিবর্ণ এক ধুলিধুসরিত পথপ্রান্তর
হারায়ে গিয়েছে সব ,কি জানি কেন
মানুষের মাঝে দেহ আছে প্রাণহীন!
কতকাল আর মানুষে মানুষে এই বিভেদ রবে,
রবীন্দ্র- নজরুল আর কি কখনো বারতা দেবে? শতকের পর শতক এমন এক সময় আসবে,
যেদিন মানুষ ঠিক দাঁড়াবে মানুষের পাশে।।