কাজের চাপে ন্যুব্জ দেহ ক্ষুব্ধ মন ও প্রাণ
টাকার লোভে চাকরি করতে করপোরেটে যান।
ঠিকরে পড়া আলোর আভায় চোখ ধাঁধিয়ে দেন
শ্রমিকরা সব কাজের চাপে ধ্বংস হয়ে যান।
কোট স্যুট টাই চমক জুতোর পালিশ দেখে ভুলি
চোখও নষ্ট জীবন নষ্ট সব গুলিয়ে ফেলি।
আলোর নিচে অন্ধকার টা সবাই বেবাক ভুলি
বউ বাচ্ছা চুলোয় চলে চোখে পরি ঠুলি।
আট ঘন্টা হারিয়ে গেছে চব্বিশ ঘন্টার বুলি
নাই বিশ্রাম নাই খাওয়া ঘুম টার্গেট আগে তুলি।
চব্বিশ ঘণ্টাই চাইছে ওরা গোলাম তাঁবেদারি
কাজের চাপে মাথা ফাটে চাকরি বাহাদুরি।
আলো ঝলমল করপোরেটের ঠান্ডা ঠান্ডা ঘর
ঘর সংসার টুকরো ভেঙে হয় ডিভোর্স নয় মর।
অনেক টাকা বাড়ি গাড়ি সুখ নেইকো মনে
টার্গেট দেয় আকাশ ছোঁয়া মরে যুযুধানে।
মালিক পক্ষ সব মুনাফার মিষ্টি গুড় টা খায়
চাকরি করো টার্গেট করো শ্রমিকদের নাচায়।
কেউ ছেড়ে দেয় চাকরি বাকরি অন্য পথ কেউ ধরে
কেউ মরে যায় আত্মহত্যায় দুমড়ে মুচড়ে পড়ে।
সব মুনাফার মিষ্টি মধু মালিক পক্ষ খায়
ছিটেফোঁটা পয়সা ছুঁড়ে দাস গোলাম বানায়।
আলোয় মোড়া যে অন্ধকার করপোরেটের গানে
আট ঘন্টার আইন ছাড়া শ্রমিক মরে ধনে প্রাণে।।