আমার রাসূল, আমার নবী
শান্তির দূত, মানবতার কবি।
পাক কুরআন তার মুখের বাণী
হৃদয় দিয়ে সবাই মানি।
আমার ঘর, তোমার ঘর
সব ঘরে তার পাক আত্মা রাজে।
তিনি যে দীন- দুনিয়ার মালিক
দুয়া ছাড়া তার, মন লাগেনা কাজে।
তার পাক দুয়ারে, এক আবাল,
মূত্র করে দুর্গন্ধে ভাসাল।
তিনি, তারেও অভয় দিলেন
সস্নেহে দুর্বৃত্ত’র হেতু, বিদিত হলেন।
ইসলাম যে শান্তির ধর্ম
মুমিন ভাইরা, সদা রাখিও মনে।
বিধর্মীও তোমার আর এক ভাই
রসূলের ইচ্ছে, জানিও প্রতি ক্ষণে।