আমার চরকা ভাঙ্গা টেকো আড়ানে ।
আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে ।।
একটি আঁটি আরেকটি খসে
বেতো চরকা লয়ে যাব কোন দেশে
আর কতকাল জ্বলবো এ হালে
এ বেতো চরকার গুণে ।।
ছুতোর ব্যাটার গুণ পরিপাটি
ষোল কলে ঘুরায় টেকোনি
তার একটি কলে বিকল হলে
সারতে পারে কোনজনে ।।
সামান্য কাঠ পাটের চরকা নয়
তার খস্লে খুঁট খেটে আঁটা যায়
মানবদেহ চরকা সে তো
লালন কি তার ভেদ জানে ।।