বাঙালি বন্ধু, দেখা হলো মোর
বহু বৎসর বাদে
সুধানু কুশল, “চা খেতেই চল
আছিস কেমন আজ এ?”
বলিলো বন্ধু “মোটামুটি মোর
চলেই যাচ্ছে দিন
তোর কথা বল, আজ এই ছল
এসেছে তোর সুদিন?”
আমি কহিলাম, নিয়ে রামনাম
“কেটেই যাচ্ছে দিন –
আরো ভালো হতো মাইনেটা যদি
বাড়তো হাজার তিন! “
আমরা বাঙালি কোনদিনই হায়
বলি কি গো ভালো আছি?
সকল আড্ডা, একই সে কথা
থাকিলেও কাছাকাছি!
সকল সময় অভিযোগ রহে
আজিকে বড় গরম
ঠাণ্ডা পড়িলে আপত্তি ঘোর
কম্বলেই গরম!
বৃষ্টি ঝরিলে আকাশের পানে
চেয়ে বলি মেঘে ” থাম “
আর তীব্র খরায় বৃষ্টি কাতর
হয়ে লহি রামনাম!