যতই করি আড়ি ভাব,
কি বা দিন কিংবা গভীর রাত।
বন্ধু তোকে ছাড়া আমার এক দন্ড
চলে না!
খুনসুটি করি,দু নয়নে জল ভরা মেঘ পুষি,
ভাবি জমুক আরও অভিমান।
কথা আর বলবো না।
আড়ি ভাব চলতে থাকে আলোয় মেশানো অন্ধকারের মতো।
তোর অন্তরের ডাকে সাড়া না দিয়ে থাকতে কেন পারি না?
বন্ধুত্বের এই অদ্ভুত রসায়নের বন্ধন অটুট থাক।
কারও নজর যেন লাগে না!
আঁখির পল্লবে,জল ভরা চোখের কাজলে
বন্ধু তোর ললাটে চাঁদ জোৎস্নায়
স্নেহের কাজল টিপ আঁকলাম।