আচ্ছে দিনের অপেক্ষাতে দিন ফুরিয়ে যায়
ফুরিয়ে যায় তাই ভাবতে থাকি আর অপেক্ষা নয়।
অপেক্ষা নয় ভাবতে গিয়ে হোঁচট খেতে হয়
হোঁচট খেয়ে ভাবি আচ্ছে দিন সত্যি কথা নয়।
সত্যিকথা ছাতার মাথা বলতে হয় তাই বলা
বলা কথা সত্যি নয়কো ও সব ছলাকলা।
ছলাকলা বাক্য বলা শুনলে সবাই কাত
কাত হয়ে সব হড়কে পড়ে ভোট বাবাজীর মাত।
ভোট বাবাজী নয়কো রাজি হুকুম ভীষণ কড়া
ভীষণ কড়া কে পায় ছাড়া ঘন্টা নাড়ে যারা।
ঘন্টা নাড়ে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দ্বারে
দ্বারেদ্বারে দুঁদে নেতা ভোট ভিক্ষা করে।
ভিক্ষা করে ক্ষুদ কুঁড়ো পায় এটাই এখন রীতি
রীতি ভেঙে প্রতিশ্রুতি নইলে দুর্গতি।
দুর্গতি বাড়ে কমে ভোটেতে যায় বোঝা
বোঝাবুঝির হিসেব নিকেশ বাঁকা আঙুল সোজা।
আঙুল সোজা করলে তাতে ঘি উঠবে নাকি
নাকি সুরে কান্নাকাটি ভোট তো জমজমাটি।
জমজমাটি দাঁত কপাটি আস্ত থাকবে নাকি
থাকবে নাকি আচ্ছে দিনের আচ্ছা চালাকি।
চালাকিতে মহৎ কাজের সিদ্ধি হবে কি
হবে কিনা হবে বলো ই ভি এম বাবাজী।
বাবাজী তো দারুণ পাজি সত্যি কথা বলে
সত্যি কথা বলে কিন্তু নতুন ধুয়ো তোলে।।