জানি না তোর সাথে আমার গভীর সম্পর্কের রসায়ন টা ঠিক কী?
আমাদের না বলা চুপ কথাদের অজান্তেই কখনো আপনি থেকে তুমি, তুই হয়ে গেছি!
যখনই ভাবতে বসি তোমায় নিয়ে সব কেমন হয়ে যায় এলোমেলো।
একই শহরে বাস তবুও এই আমি ছিলাম কতো অচেনা, কতো যে তোমার পর!
সাইকেলের রিং বাজিয়ে বারংবার সেই চেনা রাস্তা হয়েছি কতো পার।
জীবনের গোধুলি লগ্নে এসে হলো তোমার আমার নতুন পরিচয়।
লোক দেখানো সম্পর্কে আমরা কখনো নই বিশ্বাসী।
আছে শ্রদ্ধা ভক্তি সন্মান আর দু চোখ ভরা ভালো থাকার বাসা, আশার বাণী।
তুই আকাশ, আমি তোর আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে উড়ি।
তুই মেঘ হলে আমি বৃষ্টি হয়ে ঝরি।
একে অপরের ভালো চেয়ে থাকি,
দূরে দূরে ওই মেঘের দোলনায় দুলি! বর্ষা হয়ে নামি তোর বাহুদ্বয়ে, শ্রাবণ ধারায় ভাসি।
দূরত্ব বাড়ায় নিবিড় টান অনন্য এক অনুভূতি,
যা মনের গভীরে জাগিয়ে রাখি।
যখন তোকে দারুণ বলতে শুনি
ভাবি ডাকে আর দেবো না সাড়া
এক কলসি বুকে জমিয়ে রাখি অভিমান।
দুজনে নেই কোথাও কাছাকাছি, তোর বুকের ধুকপুকে হাত দিয়ে দেখ,
কোথাও ছুঁয়ে ছুঁয়ে তোর অন্তরেতে রয়ে গেছি।