পূর্ণর মাঝে অপূর্ণ কিছু
কিছু বেশি কিছু কম!
জনসমাগমে শত কলরবে
বাসর আজ গমগম!
নববধূর ঐ সিঁদুরের ফোঁটা
পূর্ণ গোলাকার!
পরিধির মাঝে নিখুঁতের খুঁতে
বেদনার হাহাকার!
লাল চেলী ঢাকা কত আভরণে
আবৃতা নারী পূর্ণা!
নাগপাশে হল শরীরি বিচার
ফল! সে অসম্পূর্ণা!
স্বপ্নচাদরে হলুদাভ আভা
হয়েছে লালে লাল!
কালরাত্রি পার হল তবু
ঘোচে না নারীর কাল!
সোনারঙ মাখা শস্যক্ষেতের
সোনাফুল গেছে পুড়ে!
নারীদেহ-মনে রক্ত ঝর্ণা
বইছে হৃদয় ফুঁড়ে!