বৈদিক যুগ থেকে আজও অশ্বমেধের
ঘোড়া চলেছে ছুটে,
এঘোড়া আটকালে যুদ্ধ অনিবার্য!
অশ্বমেধের অর্থ ক্ষমতা দখলের লড়াই:
যুদ্ধের জন্য গোপন ছক–
কোথায় কিভাবে জাল বিছানো আছে,
শত্রুপক্ষের কেউ জানে না।
কখনো সাধুর ছদ্মবেশে রাবনের সীতা হরণ,
কখনো শকুনি পাশার আড়ালে
দ্রৌপদীর বস্ত্রহরণ,
কখনো ভোটের আড়ালে
নোটের লড়াই, পামেলা থেকে ঝামেলা,
সবার পিছনে সেই ক্ষমতা!
আজও হাজার অর্থের বিনিময় ছুটে চলেছে
হাজার অক্ষৌহিণী সেনা, যে সেনার ভয়ে
রাজ্যে রাজ্যে মাথা নত করে বসে আছে
বীরপঙ্গুব- কাপুরুষেরদল,নয়তোবা
ঘোড়া কেনাবেচার মাধ্যমে
ক্ষমতা দখল হয়।
দখল হয় পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সর্বত্র।
আজও সেই একই খেলা যুগ থেকে যুগে,
কালে কালে রূপ থেকে রূপে
নিরন্তর বয়ে চলেছে:
কিন্তু হতভাগ্য অশ্বটি জানে না,যজ্ঞ শেষে
তাকে বলী দেয়া হবে,প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে!