ওত পেতে থাকে কিছু দুর্বিষহ সময়,
সব হলুদ বসন্তই অনুরাগের ছোঁয়া নয়-
ঝরাপাতার হলদেটে বিবর্ণতা বিষাদের কথা বলে নিরন্তর……….
আমার নিত্যি সহবাস অলীকের সাথে,
সোনার হরিণী চঞ্চলতায় অধরা মাধুরী,
তবু ভাতঘুম সেরে স্বপ্ন দেখি প্রেমের পরশে,
খাবি খাই দাবার সাদা কালো চৌকো ছকে,
প্রাপ্তি অপ্রাপ্তির মাঝের যোজন ব্যবধানে শূন্যে ভর করে মৃত্তিকাহীন অবাস্তব স্বপ্নচারী মন……
নীরবতার নির্জনে একনিষ্ঠ গভীর শব্দব্যূহ
পরিমিতি ছুঁয়ে যায় জীবনের আটপৌরে যাপন,
এখানে এখন আর ভীড় করে না হলুদ বসন্ত
অনুভবে সমৃদ্ধ প্রতিটি শিরা উপশিরাতে অন্তঃকরণ।
হৃদয় অলিন্দে নিশ্চুপ মন্ত্রমুগ্ধতার অন্তহীন রেশ
অফুরন্ত প্রতিটি ক্ষণে প্রাপ্তির শীর্ষবিন্দু,
একাকীত্বের মাঝে সরব নীরবমুখর চঞ্চলতা
উচ্ছ্বাসে আবেগে পূর্ণ হৃদয়ের লালিত্যে মনোসিন্ধু।
কিছু কথা রেখে যায় মধ্যাহ্নের একাগ্রতায়,
কিছু অব্যবহৃত রং পড়ে থাকে বসন্তের গোধূলিতে,
সুগন্ধী জোছনায় ভরে থাকে অনুরাগের কিছু সুখ সংলাপ,
একনিষ্ঠ মনোযোগে মেপে চলি প্রান্তিক সময়ের নাব্যতা….