তোমাকে যখন যেখানে দেখেছি প্রিয়-
সারা মুখে চোখে ছুঁয়েছে আমার ঠোঁট,
এতো মোহ মায়া জাগিয়েছ অন্তরে-
বড়ো ভালো বাসি টানা টানা দুটো চোখ।
স্বপ্নে নয়কো জাগরণে আছি প্রিয়-
বিশ্বাস করো চোখ খুলে চেয়ে আছি,
সারাদিন রাত একই ধ্যান জ্ঞান শুধু-
ঘুম না আসলে আমি কি করবো বলো।
বিফল বেদনা অশান্ত হয়ে ছোটে-
চমকিত মন শিয়রে এসেছে কে,
যত দেখি তুমি নিজেকে লুকিয়ে রাখো-
সৌরভ তব ছুঁয়ে যায় মুখ চোখ।
হারানো হিয়ার ঠিকানা খুঁজতে যাই-
দুয়ারেতে খাড়া যোগী কে দেখতে পাই,
উপেক্ষা তাকে করতে চাইনি আমি-
তবু শাপ দিয়ে সে চলে গিয়েছে জানি।
গৌতম মুনি পাষাণ বানিয়ে দিলো
দুর্বাশা মুনি না চেনার শাপ দিলো
উর্বশী প্রিয়া স্বর্গ ভ্রষ্টা হয়
যুগে যুগে প্রেম পদদলিত ই হয়।
প্রেম বুঝি তাই অধরাই রয়ে যায় –
কতো বিরহিনী একেলা নিশি পোহায়,
প্রিয় সঙ্গমে বাধা পড়ে বারবার –
তাই বুঝি রাধা আজও খোঁজে শ্যামরায়।।