Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
অডিও হিসাবে শুনুন

অভিজিৎ চ্যাটার্জী

লেখক পরিচিতি
—————————

নাম : অভিজিৎ চ্যাটার্জী

অভিজিৎ চ্যাটার্জীর জন্ম ১৯৬২ সালের সেপ্টেম্বর মাসে হাওড়ায়, মাতুলালয়ে। সংস্কৃতি,  সঙ্গীত ও সাহিত্যপ্রেমী দাদামশাই-এর সান্নিধ্য তার মনকে শিশুকাল থেকেই পাঠ্য বইয়ের বাইরেও যাতায়াত শুরু করায় । চাটার্ড অ্যাকাউন্টেন্ট পিতা কৃষ্ণপদ চট্টোপাধ্যায় ও গৃহবধূ জননী দিপালী দেবী ছিলেন আদ্যন্ত সাহিত্যরসিক। বাল্যাবস্থায় বাড়িতে মাসিক শুকতারা ও পরবর্তী সময়ে চাঁদমামা তাকে সাহিত্যমুখী করে তোলে। স্কুলে ও বৌবাজারের পাড়াতে নিয়মিত ভাবে দেওয়াল পত্রিকাতে ও স্কুলের বার্ষিক ম্যাগাজিনে অপটু লেখা প্রকাশ পেত। এর প্রবাহ কলেজ জীবনেও অব্যাহত ছিল। স্নাতক হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করলে এই প্রবাহের বিঘ্ন ঘটে। ১৯৯০ সাল নাগাদ সহোদরার বাংলায় এম ফিল করার সময়ে ফের মনের তাগিদে কলম তুলে নিয়েছিলেন। আজও সেই সাহিত্য নদীর প্রবাহে তিনি বহে চলেছেন। প্রথমদিকে উপন্যাস ও বড় গল্প লিখলেও ক্রমশ কবিতা ও রম্য রচনার দিকে ঝুঁকে পড়েন।  বর্তমানে কবিতা ও গদ্য দুইই সমানতালে লিখে চলেছেন।

Abhijit Chatterjee

 

লেখকের সৃষ্টি

We are happy to announce that our app is now available in
Google Playstore!