তোমার শরীর খুঁজেছি, খুঁজি নাই অন্তর ।
তাই এই বিচ্ছেদ, ভেঙে গেল ঘর ।
আমি ক্রমাগত যাচ্ছি ডুবে হতাশার মাঝে ।
জানি আমি ডাকলেও তুমি আর ফিরবে না যে ।
আমি দুঃখী -একাকী- নিঃসঙ্গ, তুমি নাই পাশে ।
আর পাঁচটা পুরুষের মতো ,
আমিও কাম- সুখ অভিলাষে ,
হৃদয় হয়েছে ক্ষতবিক্ষত ,
ভেঙে যাওয়া নদীর কুল, আমায় দেখে হাসে ।
তুমি তখন আমায় বাধা দিলে ভালো হতো ।
ভুল শুধরে আমি হতাম তোমার মনের মত ।
কত পুরুষই তো আজ ভালো স্বামী ।
তোমার শাসনে না হয়, বদলে যেতাম আমি ।
এখন ওসব কথা ভাবি যখন নির্জন – নিরালায় ,
অনুতপ্ত মন আরেকটিবার তোমাকে পাশে চায় ।
চিৎকার করে বলতে চাই ,
শরীরে নয়, হৃদয়ে দাও ঠাঁই ,
হারাতে চাইনা আমি তোমারে ।
আমি বদলে গেছি একেবারে ।