সত্যি কি ভালো আছি,
দূরত্ব অনেকখানি,মিথ্যার কাছাকাছি?
নীলপাখি পাখা মেলে,
করোনাও রয়ে যাবে,তলে, তলে,
আজীবন মাস্ক মুখে অসহনীয় জীবন।
ভাঙা-ভাঙা স্বপ্নহীন রাতগুলো-
প্রেম খুঁজি তোমাহীনতায় যা ছিল,
বাসরহীন লৌহঘরে।
দুঃখ সাজানো থরে-থরে,
নিষ্প্রদীপ অন্ধকারে লালে মোরা রিবন।
পরাজয় এতখানি অধিকার করে,
ধূসর,বিবর্ণ মায়াজাল তোমার অধরে।
তোমার বুকে কি সাজিয়ে রেখেছো-
নর্মমতার শিলাখণ্ডে কত ছবি এঁকেছ?
ভরেছো ,কিছুটা ছেড়েছো.. বাকিটা রোদন।