সকলের মনে বিশ্বভুবনে পশিলে রবি কেমনে?
যা ছিল সব গোপন কথা মনে
হরণ করলে সব চেতনে
আছ ভেসে আজ সকল নয়নে।
সকলই সে দান সাজিয়ে রাখলে যতনে
কলস করলে তোমার গীতবিতানে
সকল তত্ত্ব সুর তাল লয় ছন্দে
মুখরিত বিশ্ববাসী গায় তা আনন্দে।
বরিলে তুমি সাজিয়ে ডালা,
চন্দনে চর্চিত মালা,
জ্বালিয়ে প্রদীপ ধূপ
বাজিয়ে শঙ্খধ্বনি,
হয়ে মুখরিত বিশ্বভুবন
তোলে প্রতিধ্বনি।
হেঁকে নূতনেরে একলা চল বলে দিই ডাক
শপথ মনে তোমার জন্মদিন এল পঁচিশে বৈশাখ।
আজকের দিনে তোমার চরণে
রাখলাম আমার অঞ্জলি,
তোমার সৃষ্টি চোখের বালি
আর বেলাশেষের গীতাঞ্জলি।
কিন্তু তোমার বিমলা আজও সে কত অবলা
পদে পদে সহে অবহেলা নির্ভয়ে নেই পথ চলা।