সীতার অগ্নিপরীক্ষা তুচ্ছ করবীর’র কাছে
পণ করি বসিয়াছে সভা-পরিষদে,
কুল চাই, অর্থ-মিত্র, সভা-পরিজন
বিনিময়ে দিতে পারে নন্দন জীবন।
আঁখি তার অতিকায় বিশাল ব্যাকুল
পণ করি বসিয়াছে রাজার মুকুট।
নান্দনিক প্রেম তার ফুল ফোটে বনে,
সেই ফুলে দংশিল মাধু, রৌপ্য রসে ভরে।
আমি তারে কাছ থেকে দেখিয়াছি-
অমূল্য সে ধন, সসাগরা পৃথিবীর অতুল সঞ্চয়,
পণ করি বসিয়াছে পুনরায়, চাই তার মন
বিত্ত দানের চাইতে বিত্ত সে মানবের ধন।
ক্ষুদ্র প্রাণী ভাবি আমি পৃথিবীর অতুল সম্পদে
প্রেম তবু বহিতেছে ক্ষীণ তনু, দেহ,মনে;
ঢালি দিব দ্বিধা নেই, তবু ভাবি মনে-
কী ভাবে রক্ষিব আমি করবীর অতুল বৈভবে।